কবিতা | মুক্তধারা
আগুন পাখি
জগদীশ পাল
ফাগুন রঙে আগুন পাখি আঁকি
আগুন পাখি শিস দেয়
আর খুলে যায় এক একটা চিমনির
বন্ধ মুখ।
ভাত গন্ধে ভরে যায় মহল্লার পর মহল্লা
মৃত প্রায় শিশুরা জেগে উঠে
সারা গায়ে ভাত গন্ধ মাখে।
কবিতা | মুক্তধারা
আগুন পাখি
জগদীশ পাল
ফাগুন রঙে আগুন পাখি আঁকি
আগুন পাখি শিস দেয়
আর খুলে যায় এক একটা চিমনির
বন্ধ মুখ।
ভাত গন্ধে ভরে যায় মহল্লার পর মহল্লা
মৃত প্রায় শিশুরা জেগে উঠে
সারা গায়ে ভাত গন্ধ মাখে।
Comments :0