কবিতা
রুজি
গৌরী সেনগুপ্ত
মুক্তধারা
ফের সেই স্বপ্ন দেখার
রোদপোড়া সাহস
মুছে দেবার প্রয়োজনে
ছল খুঁজছে দোষ ।
আজ যদি ধাক্কা খেয়ে
অতর্কিতে ফল
অন্ধকারে কান্ড বা জ্ঞান
না হারালে । তাই সম্বল ।
অদূরে তাকিয়ে দেখ
হাতড়ে যাচ্ছে খেয়া
তবু বহু দূরে আলো খুঁজে
গাইছে ভাওয়াইয়া ।
হাওয়া থেকে তুলে নিল
জ্যান্ত পত্রিকা
তারপর গতি বুঝে
করে মাপাজোকা ।
হিস্যা নিয়ে চলছে রোজ
একই হুক্কাহুয়া
তখন ভাঙা ঘরে মজুত করা
বিস্ফোরকের ধোঁয়া ।
Comments :0