ISRAEL PALESTINE

প্যালেস্তাইনকে স্বাধীনতা নয়, অবিরাম হানাদারির মধ্যেই প্রস্তাব পাশ ইজরায়েলের

আন্তর্জাতিক

বিরোধের তীব্রতা বাড়াতে স্বাধীন প্যালেস্তাইনের প্রস্তাব বিরুদ্ধে অবস্থান নিল ইজরায়েল। বৃহস্পতিবার ইজরায়েলের আইনসভা নেসেটে প্যালেস্তাইনের স্বাধীনতার দাবি খারিজ করে পাশ হয়েছে প্রস্তাব। 
প্যালেস্তিনীয় উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রসঙ্ঘের বিশেষ শাখার সমালোচনা করেছিল ইজরায়েল। এই শাখা ইউএনআরডব্লিউএ’র প্রধানকে সন্ত্রাসবাদীদের সহযোগী বলা হয়েছিল। বৃহস্পতিবার ইজরায়েলের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে রাষ্ট্রসঙ্ঘ।
গাজায় সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গত চব্বিশ ঘন্টায় অন্তত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গাজায় জল সরবরাহের ৯৪ শতাংশ ছেঁটে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলছে প্যালেস্তাইন। অক্সফ্যাম রিপোর্ট জানাচ্ছে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে গাজা।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের মুখপাত্র স্তেফানে দুজারিক বলেছেন, ‘‘এই ধরণের মন্তব্য পুরোপুরি বিপজ্জনক। এমন বক্তব্য সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হচ্ছে।’’
বুধবারও রাষ্ট্রসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেজ ইজরায়েলের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, একের পর এক কার্যক্রমে ইজরায়েল এবং প্যালেস্তাইন, স্বাধীন দুই রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাতের সমাধানের রাস্তা কঠিন করে দেওয়া হচ্ছে। এই কাজ চালাচ্ছে ইজরায়েল।
গুতেরেজ বলেন, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কের ভূগোল বদলে দেওয়া হচ্ছে। বসতি বাড়ানোর নামে প্যালেস্তাইনের মাটিতে সমানে দখলদারি চালানো হচ্ছে। 
রাষ্ট্রসঙ্ঘের আপত্তি থাকলেও বৃহস্পতিবারই জাতীয় আইনসভা নেসেটে স্বাধীন প্যালেস্তাইন গঠনের যে কোনও প্রস্তাবকে নাকচ করে গ্রহণ করেছে প্রস্তাব। ৬৮ ভোট পড়েছে পক্ষে। ৯টি ভোট পড়েছে বিপক্ষে। 
প্রস্তাবে বলা হয়েছে, ‘‘প্যালেস্তিনীয় রাষ্ট্র সর্বদা ইজরায়েলের কাছে বিপজ্জনক। ইজরায়েল প্যালেস্তাইন বিরোধকে আরও তীব্র করবে প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেলে।’’
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অতি দক্ষিণপন্থী দল এবং সহযোগীরাই এই প্রস্তাব পাশ করিয়েছে দেশের আইনসভা নেসেটে। তবে ইজরায়েলের নিজের পরিস্থিতি তাতেও সামলানো যাচ্ছে না। 
ইজরায়েলের ইহুদি অতি-গোঁড়া অংশ হারেদি ইয়েশিভা ছাত্রদের জন্যও সামরিকবাহিনীতে যোগদানের নির্দেশিকা ঘিরে বিরোধ তীব্র। এই নির্দেশিকা ছিঁড়ে ফেলার আহ্বান জানিয়েছে গোঁড়া ধর্মপ্রচারকরা। এতদিন এই অংশের ছাত্রদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল না। যদিও অন্যদের জন্য ছিল ফলে এই অংশের যোগদান বাধ্যতামূলক করার দাবি ওঠে। এই বিরোধ মিটবে কিভাবে অস্পষ্ট। প্যালেস্তাইনকে সব সমস্যার কারণ দেখিয়েও নিস্তার পাচ্ছে না নেতানিয়াহুর সরকার।

Comments :0

Login to leave a comment