মহারাষ্ট্রের পর গুজরাট। ফের বিজেপি শাসিত এক রাজ্যে পাশ হলো সংশোধনীত শিল্প আইন। ৮ ঘন্টা নয়, কাজের সময় বাড়িয়ে করা হলো ১২ ঘন্টা। বুধবার গুজরাট বিধানসভায় যেই আইন পাশ হয়েছে, সেখানে বলা হয়েছে রাজ্যের কারখানার শ্রমিকদের দিনে ১২ ঘন্টা কাজ করতে হবে।
বিলে উল্লেখ করা হয়েছে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যেই শিফ্ট রয়েছে সেই শিফ্টে মহিলারাও কাজ করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে মহিলাদের জন্য রাখতে হবে নিরাপত্তার ব্যবস্থা। সরকারের পক্ষ থেকে শিল্পমন্ত্রী বিল বিধানসভায় পেশ করে দাবি করেন কর্মসংস্থান, শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে এই সংশোধনী আনা হয়েছে।
সরকারের এই বিলের বিরোধীতা করা হয় বিরোধী কংগ্রেস এবং আপের পক্ষ থেকে। গুজরাটের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানি আলোচনায় বলেন, ‘‘৯ ঘন্টার কাজের নীতি মানা হয় না। শ্রমিকদের বাধ্য করা হয় ১০ ঘন্টা থেকে ১২ ঘন্টা কাজ করার জন্য। সরকারের এই নতুন আইনের ফলে তাদের দিনে প্রায় ১৪ ঘন্টা কাজ করতে হবে এবার থেকে। শ্রমিকদের অর্থনৈতিক উন্নতির বদলে তাদের ওপর মালিকের শোষণ বাড়বে।’’
গত ৫ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মন্ত্রিসভায় পাশ হয়েছে ১৯৪৮ সালের শিল্প আইন, আর সেখানেই কাজের সময় ৯ ঘন্টা থেকে বাড়িয়ে ১২ ঘন্টা করা হয়েছে। বিজেপির জোটা সরকারের যুক্তি বেশি সময় কাজ করলে মাভ হবে শ্রমিকদের কারণ তাদের তার বদলে বেশি টাকা দেওয়া হবে।
উল্লেখ্য ন্যূনতম মজুরি এবং সামাজিক সুরক্ষার দাবিতে দেশ জুড়ে বামপন্থী শ্রমিক সংগঠন গুলো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। একাধিক সর্বভারতীয় ধর্মঘট হয়েছে তাতে মুম্বাইয়ের মতো শহরে ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। প্রশ্ন থেকে যাচ্ছে বিজেপি যদি নিজেদের শ্রমিক দরদি প্রমাণ করতে চায় তাহলে তারা কেন ন্যূনতম মজুরি আইন চালু করছে না, কেন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প সরকার ঘোষণা করছে না।
Gujarat
মহারাষ্ট্রের পর গুজরাটে পাশ হলো ১২ ঘন্টা কাজের আইন

×
Comments :0