কবিতা
মুক্তধারা
শিরদাঁড়া দিবসে
দেবাশিস আচার্য
১০ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩
শিরদাঁড়া বিক্রি হচ্ছে আজকাল
এতোজন শিরদাঁড়া বেচছে রোজ।
শিরদাঁড়ার দাম কমছে প্রতিদিন।
সে ছিল এক দিবাকর মাহাতো।
স্কুলের বোর্ডে শেখাতেন
যোগাবিয়োগ। পৃথিবীর ম্যাপে
মার্শাল টুডু পুঁচকে ছাত্র,
অন্যদিকে বন্দুকের নল
মাঝখানে দাঁড়িয়ে দিবাকর মাষ্টার।
লুটিয়ে পড়লো মাহাতো দিবাকর।
পেছনে কালো বোর্ড আর
দিবাকরের রক্ত ঝরা হাতে
খাপ খোলা কলম এক,
তলোয়ারের চেয়ে ধারালো।
শিরদাঁড়ার নাম মাহাতো দিবাকর।
আপ বনগাঁ লোকাল,
বাংলার মাষ্টার বরুন বিশ্বাস।
গ্রাম সুটিয়া, স্টেশন গোবড়ডাঙা।
মদ জুয়ার আসর ,মা মাটি মানুষের বাসর।
মাঝখানে দাঁড়িয়ে প্রতিবাদ
খাঁড়া শিরদাঁড়া বরুন মাষ্টার।
আবার গুলিতে ঝাঁঝরা বুক,
পকেটে গোঁজা কলম এক
খাপ খোলা তলোয়ার।
শিরদাঁড়ার নাম বরুন মাষ্টার।
সুবল সোরেন নাম তার।
ধমনীতে সিধু কানহু নিরন্তর।
চাকরি চোরের চোদ্দোতলায়।
মেরে ছিল তীর সুবল মাস্টার,
ঘরেতে অভাব। শিশু কোলে স্ত্রী,
লাশ কাটা ঘরের দরজা
সামনে সোরেনের লাশ।
শিরদাঁড়া সোজ সুবল মাষ্টার।
সময় এখন হাঁটছে পেছনে
আমরা খুজছি অনবরত
দিবাকর সুবল বরুনের শিরদাঁড়া।
নিবারণ পন্ডিতের পাঠশালা
উঠছে আওয়াজ আবার
দড়ি ধরে মারো টান...
রাজা কিংবা রানী
হও সাবধান......
নামো পথে, শিরদাঁড়ার খোঁজে।
আজ হোক শিরদাঁড়া দিবস
ক্যাম্পাসে পাঁচই সেপ্টেম্বরে।
মন্তব্যসমূহ :0