Hong Kong Open Badminton

হং কং ওপেনের ফাইনালে সাত্ত্বিক সিরাজ - চিরাগ শেট্টি জুটি

খেলা

বৃহস্পতিবার হং কং ওপেনের ফাইনালে উঠলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সিরাজ - চিরাগ শেট্টি । থাইল্যান্ডের সুখপুন - টেরাসাতকুল জুটিকে হারালেন ১৮-২১ , ২১-১৫ , ২১-১১ ব্যবধানে । পরে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ভারতের দুই তারকা প্রণয় ও লক্ষ্য সেন। সেই ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন প্রণয় জয় পেলেন ১৫-২১ , ২১-১৮ এবং ২১-১০ ব্যবধানে। পরবর্তী রাউন্ডের ম্যাচে প্রণয় খেলবেন আয়ুষ শেট্টি অথবা জাপানের নারকার বিরুদ্ধে ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন