উয়েফার ( ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন ) তরফ থেকে শুক্রবার ঘোষণা করা হল আগামী ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ভেন্যু। ২০২৭-এ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আটলেটিকো মাদ্রিদের স্টেডিয়াম মেট্রোপলিটানোতে। এই ফাইনালের ভেন্যু হিসেবে প্রথমে ঠিক ছিল মিলানের ঐতিহাসিক সানসিরো স্টেডিয়াম। তবে এই স্টেডিয়ামের পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় পরিবর্তন করা হয়েছে এই ভেন্যুটিকে । এর আগে ২০১৯-এ এই স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। জুর্গেন ক্লপের লিভারপুল সেই ফাইনাল জিতেছিল দেশজ ইংলিশ দল টটেনহ্যামকে হারিয়ে। এই নিয়ে ষষ্ঠবার মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও এদিন উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেরও ভেন্যু ঘোষণা করা হয়েছে পোল্যান্ডের ওয়ারশ স্টেডিয়ামে। ২০২৬ র পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে বুদাপেস্টের পুসকাস এরিনাতে।
UEFA Announce The 2027 Champions League Final Venue
চ্যাম্পিয়ন্স লিগ ২০২৭-র ফাইনাল হবে মাদ্রিদের মেট্রোপলিটানোতে

×
মন্তব্যসমূহ :0