নাগরাকাটার আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জলঢাকা-আলতাডাঙ্গা চা বাগানে চিতাবাঘ ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার গভীর রাতে বন দপ্তরের বিশেষ অভিযানে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ সফল ভাবে খাঁচাবন্দি হয়।
জানা গেছে, শিমুলবাড়ি সেকশনের ওই চা বাগানে বিগত কয়েক সপ্তাহ ধরেই চিতা বাঘটি ঘুরে বেড়াচ্ছিল। একাধিক ছাগল নিয়ে যাওয়ার ঘটনায় চা বাগান শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবশেষে বন দপ্তর ছাগলের টোপ ব্যবহার করে একটি ফাঁদ পাতে। বৃস্পতিবার সন্ধ্যার পর থেকেই ফাঁদ পাতা হয় এবং রাতের মধ্যেই চিতা বাঘটিকে খাঁচায় ধরতে সক্ষম হন বন কর্মীরা।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ জানিয়েছেন, চিতাবাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সব ঠিক থাকলে নিরাপদ ভাবে তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঘটনায় স্বস্তি ফিরেছে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
Cheetah
নাগরাকাটায় খাঁচা বন্দি চিতা

×
মন্তব্যসমূহ :0