আইএসএসএফ ( ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ) বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করলেন ভারতের শ্যুটাররা। সম্রাট রানা , অমিত শর্মা ও নিশান্ত রাওয়াত হেরে গেলেন চীনের কাছে। জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন বছর ২০-র সম্রাট এদিন সেরা পারফরম্যান্স করলেন প্রতিযোগিতায়। যোগ্যতা অর্জন পর্বে ৫৮২পয়েন্টে দশম স্থানে শেষ করেন সম্রাট। ডাবল পোডিয়াম বিভাগে চীন দুটি করে সোনা এবং দুটি করে রুপোর পদক জেতে। মহিলাদর বিভাগে দিব্যা প্রিসিশন রাউন্ডের ম্যাচে ২৫মিটার পিস্তল বিভাগে ২৯১পয়েন্ট নিয়ে ৩৭তম স্থানে রয়েছেন দিব্যা।বৃহস্পতিবার ফাইনালে তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। কমনওয়েলথ ও এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী রাহি স্বর্ণবৎ ২৮৬পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে রয়েছেন।
ISSF WORLD CUP NINGBO 2025
শ্যুটিং বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ভারতের

×
মন্তব্যসমূহ :0