এশিয়া কাপের প্রথম ম্যাচে খুব সহজেই সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দিল ভারত। ৯ উইকেটে জিতলেন সূর্যকুমাররা। টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিল ভারত। বুমরা , কুলদীপদের দাপটে ১৩ ওভারে মাত্র ৫৭ রানেই শেষ হয়েছিল আরবের ইনিংস। ম্যাচে কুলদীপ মোট ৪টি , শিবম দুবে ৩টি , বুমরা , বরুণ ও অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অভিষেক শর্মা সর্বাধিক ৩০ রান করেন। তাকে আউট করেন জুনেদ। শুভমন গিল ২০ এবং সূর্যকুমার ৭ রান করেন। ৯৩ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় গম্ভীরের ভারত। এশিয়া কাপে ভারতের পরবর্তী হাইভোল্টেজ ম্যাচ আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ।
ASIA CUP 2025
এশিয়া কাপে সহজ জয় ভারতের
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0