চাকরি হারা শিক্ষকদের উপর ফের লাঠিচার্জ পুলিশের। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের বিক্ষোভ তুলতে লাথি ঘুঁষি শিক্ষকদের।
সকালে বিকাশ ভবনের গেট টপকে ভিতরে বসে শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হয়। সন্ধ্যে পার হতেই বিকাশ ভবন চত্বরে আসে বিশাল পুলিশ বাহিনী। ৮টার পর থেকে পুলিশ বিক্ষোভ তুলতে বল প্রয়োগ করে। নির্বিচারে লাঠি চার্জ করে বলে অভিযোগ চাকরি হারা শিক্ষকদের। এই একই ঘটনা দেখা গিয়েছিলো কসবা ডিআই অফিসে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখতে শুরু করে চাকরিহারা শিক্ষকরা। কার্যত বিকাশ ভবনের মূল গেট ভেঙে ফেলে তাঁরা সেখানেই বসে অবস্থান করতে শুরু করে। চাকরিহারা শিক্ষকরা বলেন যতক্ষণ না মুখ্যমন্ত্রী এসে কোনও রকমের আশ্বাস দিচ্ছেন ততক্ষন আমরা অবস্থান চালিয়ে যাবো। এদিন দুপুরে তৃণমূল নেতা সব্যসাচী দত্তের নেতৃত্বে তাঁর অনুগামীরা আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায়। মারা হয় একাধিক সাংবাদিকদেরও।
সুপ্রিমকোর্টের রায়ে চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীদের। যোগ্য ও অযোগ্য আলাদা করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এই তালিকা জমায় দিতে পারেনি তারা। বামপন্থীরা বলেছে দুর্নীতির করে চাকরি দেওয়া হয়েছে বলেই এই তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। একাধিক বার হাইকোর্ট, সুপ্রিমকোর্ট বলেছিলো এসএসসি কে যোগ্য ও যোগ্যদের তালিকা আদালতে জমা দিতে। কিন্তু প্রথমে এসএসসি বলে আমাদের কাছে তালিকা আহে পরে তারাই আবার আদালতে জানায় তালিকা নেই তাদের কাছে।
SSC SCAM
অবস্থানরত শিক্ষকের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

×
Comments :0