Ashoka University founders raided

অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের বাড়িতে হানা ইডির

জাতীয়

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সঙ্গে সম্পর্কিত আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে দায়ের করা মামলায় শুক্রবার দেশের ১৭টি স্থানে তল্লাশি চালিয়েছে।
প্যারাবোলিক ড্রাগস মামলায় দিল্লি, মুম্বই, চণ্ডীগড়, পঞ্চকুলা ও আম্বালার ১৭টি জায়গায় অভিযান চালানো হয়। সূত্রের খবর, প্যারাবোলিক ড্রাগস লিমিটেড এবং এর ডিরেক্টর/প্রোমোটার প্রণব গুপ্তা এবং বিনীত গুপ্তা ১,৬০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করেছেন। ইডি জানিয়েছে একটি তদন্তে জানা গেছে যে বিনীত গুপ্তা এবং প্রণব গুপ্তা অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
অভিযান এখনও চলছে।

Comments :0

Login to leave a comment