Trump Modi Protest

রাজ্যে রাজ্যে তীব্র বিক্ষোভে ট্রাম্প-মোদীর ‘দোস্তানা’-কে দুষলেন খেটে খাওয়া মানুষ

জাতীয়

 দেশের খেটে খাওয়া মানুষের স্বার্থ বিদেশী কর্পোরেটদের কাছে বিকিয়ে দিচ্ছে মোদী সরকারের। তার বিরুদ্ধে বুধবার রাজ্যে রাজ্যে কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা ও প্রান্তিক অংশের মানুষের তীব্র বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। জম্মু কাশ্মীরের কুলগাম থেকে তামিলনাডুর মাদুরাই কিংবা গুজরাটের রাজকোট থেকে ত্রিপুরার ধর্মনগর, সর্বত্রই জঙ্গি প্রতিবাদে নামেন মেহনতি জনতা। ভারতের ট্রাম্পের কর্তৃত্ববাদী জিগিরে এবং তার সম্মুখে মোদীর ন্যুব্জ অবস্থানের বিরুদ্ধে গণক্ষোভ আছড়ে পড়েছে।  
আমেরিকার চাপিয়ে দেওয়া শর্ত মেনে না নেওয়ায় ভারতের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়ে ‘শাস্তি’ দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রত্যাঘাত, কড়া ভাষায় প্রতিবাদ কিংবা আর্থ-বাণিজ্যিক সার্বভৌমত্বের প্রশ্নে অনড় থাকার বদলে দোদুল্যমান অবস্থান রাখছে কেন্দ্রের বিজেপি সরকার। এরই মধ্যে ট্রাম্পকে পুষিয়ে দিতে মার্কিন কৃষি বিপণন সংস্থাগুলির জন্য দেশের কৃষিজ পণ্যের বাজার খুলে দেওয়ার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছে মোদী সরকারের কৃষক ও পরিবার কল্যাণ মন্ত্রক। তাছাড়া সম্প্রতি ব্রিটেনের সঙ্গে এক বাণিজ্য চুক্তি সাক্ষর করে কৃষি ও অন্যান্য লাভজনক ক্ষেত্রে বিদেশি কর্পোরেট অধিগ্রহণের পথ প্রশস্ত করা হয়েছে। এর প্রতিবাদে, বুধবার ‘ভারত ছাড়ো আন্দোলনের’ বর্ষপূর্তিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষান মোর্চা ও আনুসাঙ্গিক বিভিন্ন গণ সংগঠন।  
কৃষি ক্ষেত্রে কর্পোরেট লুঠতন্ত্র কায়েম, উৎপাদন খরচের থেকে ৫০ শতাংশ বেশি হারে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি অধিকার, কৃষি ঋণ মুকুব ও ন্যায্য মজুরির দাবিতে এদিন দেশজুড়ে প্রতিবাদের ডাক দেয় সংযুক্ত কিষান মোর্চা। এই ডাকে সাড়া দিয়ে রাজ্যে রাজ্যে কৃষক-ক্ষেতমজুররা সক্রিয় ভাবে পথে নেমেছেন। রাজ্যে রাজ্যে বিক্ষোভ মিছিল, প্রতিবাদী সমাবেশ, কারখানার গেটে সভা, কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন কৃষক সংগঠন ও ট্রেড ইউনিয়ন। দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় খেটে খাওয়া মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে এদিন অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত কিষান মোর্চার নেতৃবৃন্দ।
বুধবার কুলগাম, শ্রীনগর সহ জম্মু কাশ্মীরের একাধিক জেলায় বিক্ষোভ দেখিয়েছে আপেল চাষীদের সংগঠন অ্যাপেল ফার্মার্স ফেডারেশন। মোদী সরকারের বিধ্বংসী কৃষি বিপণন নীতিতে বাগিচা চাষ সহ যাবতীয় অর্থকড়ি ফসল উৎপাদনে কর্পোরেট একচেটিয়া কায়েমের পথ আরও সহজ হয়ে উঠবে। কৃষকদের জমির উপর অধিকার কেড়ে নেওয়া হবে। তার বিরুদ্ধে এরাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষক ও ক্ষেতমজুররা বিক্ষোভ দেখান। জম্মু কাশ্মীরের মতোই এদিন হিমাচল প্রদেশের সিমলা সহ বিভিন্ন জেলায় আপেল চাষীরা বিক্ষোভ দেখান। 
পাশাপাশি পাঞ্জাবের একাধিক জেলায় বুধবার কৃষক ও ক্ষেতমজুরদের বড় অংশ বিক্ষোভ দেখিয়েছেন। এরাজ্যের লাথালা এবং রাইকোট তহসিলে বিক্ষোভ দেখায় সারা ভারত কৃষক সভা। রাইকোটের বিক্ষোভে এদিন উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক বলজিৎ সিং গ্রেওয়াল। বিজেপি শাসিত হরিয়ানায় কার্নাল সহ একাধিক জেলায় কৃষকরা বিক্ষোভ দেখান। পাঞ্জাব ও হরিয়ানার একাধিক জেলায় এদিন ট্র্যাক্টর মিছিল করা হয়। উল্লেখযোগ্য ভাবে, এদিন পশ্চিম ও মধ্য ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলির বিভিন্ন জেলা ও তহসিল স্তরে কৃষক ও ক্ষেতমজুররা বিক্ষোভ দেখান। রাজস্থানের জয়পুর, ঝুনঝুনু; গুজরাটের আরাবল্লী, রাজকোট; মধ্য প্রদেশের গোয়ালিয়র ও ছত্তিশগড়ের যশপুরে বিক্ষোভ দেখিয়েছে কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন। এর মধ্যে গুজরাটের আরাবল্লীতে কৃষক সভার ডাকা বিক্ষোভে অংশ নিয়েছে একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আঞ্চলিক শাখা। 
এদিকে বিজেপি শাসিত উত্তর প্রদেশের এটাওয়া, আগ্রা ও নয়ডা জেলায় সংযুক্ত কিষান মোর্চার ডাকে বেশ কয়েকটি তহসিল ও গ্রামে বুধবার বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিলে পা মেলান কয়েক শতাধিক মানুষ। এদিন আগ্রা জেলায় মোদী সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে প্রায় ৫০ কিলোমিটারের বাইক মিছিল করা হয়। শামসাবাদ থেকে এই মিছিল শুরু হয়। যাত্রাপথে দুটি তহসিল ও চারটি গ্রাম অতিক্রম করা হয়। এই প্রত্যেকটি জায়গাতেই প্রচার কর্মসূচি পালন করা হয়। 
পাশাপাশি বিহারের সমস্তিপুর, নালন্দা ও মুজফ্‌ফরপুর জেলার বিভিন্ন তহসিলে বিক্ষোভে ডাক দেয় সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও সিআইটিইউ। সমস্তিপুরে কেন্দ্রীয় বিক্ষোভ মিছিলে মোদী ও ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। রাজধানী পাটনায় বিভিন্ন কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠন বিক্ষোভ মিছিল করে। বিহারের পাশাপাশি ঝাড়খন্ডের পূর্ব সিংভূম ও কোডার্মা জেলায় কৃষক, ক্ষেতমজুর ও আদিবাসী সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়েছে। টুপুদানা ও জামতাড়ার বিক্ষোভ মিছিলে এদিন ট্রাম্প ও মোদীর কুশপুতুল পোড়ানো হয়। বুধবার ওডিশার ভুবনেশ্বরে কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিআইটিইউ ও ভূমি অধিকার আন্দোলনের ডাকে কয়েক শতাধিক মানুষের বিক্ষোভ মিছিল করা হয়। 
ত্রিপুরার আগরতলায় ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে ১০টি ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চার মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল প্যারাডাইস চৌমুহনীতে পৌঁছলে সভা শুরু হয়। সভায় কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর বলেন, দেশের কৃষক থেকে শ্রমজীবি মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে মোদী সরকার। কর্পোরেটদের ভারতের কৃষি ভূমি কব্জা করার সুযোগ করে দিচ্ছে। ট্রাম্পের একতরফা বাণিজ্য কর চাপানো ও ভারত - ব্রিটিশ যৌথ বাণিজ্য চুক্তির বিরুদ্ধে এই  বিক্ষোভ সমাবেশ। আগরতলা বাদে আরও রাজ্যের আরও অন্যান্য জেলায় কৃষক-ক্ষেতমজুর-শ্রমিকরা বিক্ষোভ দেখান। এছাড়াও আসাম ও মণিপুর সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এদিন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়। বুধবার মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চার আঞ্চলিক শাখাগুলির ডাকে ‘জাতীয় সার্বভৌমত্ব বাঁচাও, কর্পোরেট লুট বন্ধ করো’ শিরোনামে এক যৌথ সভার ডাক দেওয়া হয়। সিআইটিইউ, এআইটিইউসি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।
দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এদিন বিক্ষোভ মিছিল চোখে পড়েছে। কর্নাটকের মহীশূরে বিভিন্ন কৃষক সংগঠন এদিন বিক্ষোভ দেখিয়েছেন। এছাড়াও কেরালা, তামিলনাডু, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার রাজধানী থেকে বিভিন্ন জেলা, মফঃস্বল ও গ্রামে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিলে এদিন হাজার হাজার মানুষ পা মেলান।  

Comments :0

Login to leave a comment