Protest against police brutality in Uttarkanya also in Kamarhati

উত্তরকন্যায় পুলিশি বর্বরতার প্রতিবাদ কামারহাটিতেও

রাজ্য জেলা

উত্তরকন্যা অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে সভা হলো কামারহাটিতে। রাজ্যের বিভিন্ন প্রান্তেই এসএফআই এবং ডিওয়াইএফআই’র ডাকে প্রতিবাদ চলছে।
শুক্রবার শিলিগুড়িতে ডিওয়াইএফআই’র ডাকে উত্তরকন্যা অভিযান হয়েছিল কাজের দাবিতে। সরকারি দপ্তর অভিমুখে যুবমিছিল আটকাতে লাঠি, কাঁদানে গ্যাসের স্রোত বইয়েছে তৃণমূল সরকারের পুলিশ। যুব নেতৃবৃন্দকে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতে তাঁদের ছাড়তে বাধ্য হয় পুলিশ। আহত হয়েছেন বহু যুবকর্মী। 
শনিবার এসএফআই কামারহাটি পূর্ব বেলঘড়িয়া বাদামতলা মোড়ে হয় প্রতিবাদ সভা। এসএফআই’র ডাকে এই সভা হয় অধিকার রক্ষার স্লোগানে। কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করার দাবিও ওঠে।  ২০শে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ সফল করার ডাক দেয় এসএফআই। 
এই সমাবেশ সভাপতিত্ব করেন অন্বেষা বসু। বক্তব্য রাখেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, চিকিৎসক এবং এসএফআই নেতা দীপ্তজিৎ দাস প্রমুখ।

Comments :0

Login to leave a comment