Teacher's Movement

বেতৃন বৃদ্ধির দাবিতে পথে পার্শ্ব শিক্ষকরা

রাজ্য কলকাতা

সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন ১ মার্চ ২০২৪ সালের সরকারি নির্দেশনামা অনুযায়ী বৃদ্ধি করার দাবি নিয়ে পথে পার্শ্ব শিক্ষক সহ শিক্ষাকর্মীরা। এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। বেতন কাঠামো সংক্রান্ত যে সুপারিশ সমগ্র শিক্ষা মিশন থেকে অর্থ মন্ত্রকে করা হয়েছিল, তাতে চুক্তিভিত্তিক কর্মীদের কর্মজীবনের সময় অনুয়ায়ী বেতন বা ভাতার নির্দিষ্ট কা‌ঠামো তৈরি করা হয়েছিলো। উল্লেখ্য এই কাঠামো অনুযায়ী বাকিদের ভাতা দেওয়া হলেও সমগ্রশিক্ষার কর্মীদের তা দেওয়া হয় না বলে অভিযোগ করেন তাঁরা। 
তাই দ্রুত এই নিয়ম কার্যকর করে তাঁদের  বেতন কাঠামো পুনর্গঠন করে বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতার প্রদান, ইপিএফ এবং শূন্যপদে দ্রুত নিয়োগের দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান করেছেন একাধিকবার। তবে বিকাশ ভবন জানিয়েছে তারা এই সংক্রান্ত ফাইল নবান্নে পাঠিয়েছে গত এপ্রিলেই। তাদের এই প্রক্রিয়ায় আর কিছু করনীয় নেই। ফলে এরপর যা করার নবান্নই করবে। তাই এদিন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন যৌথ মঞ্চের পক্ষে ১২টি সংগঠনের  পার্শ্ব শিক্ষক  নবান্ন অভিযানে ফের পথে নামে।
এদিন ‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ’র মিছিল ধর্মতলায় আটকায় পুলিশ। পুলিশি বাধা পেয়ে এসএন ব্যানার্জি রোডেই দীর্ঘক্ষণ অবস্থানে রাজ্যের পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা।

Comments :0

Login to leave a comment