একাধিক রাজ্যে শিশুমৃত্যুর কারণ হয়েছে কাশির সিরাপ। ওষুধের মান নিশ্চিত করার জন্য দায়ের আবেদনের শুনানিতে রাজি হলো সুপ্রিম কোর্ট। শুক্রবারই হতে পারে শুনানি।
প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইঞা ও কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে বৃহস্পতিবার দায়ের হয়েছে এই আবেদন।
আবেদনে বলা হয়েছে, শিশুমৃত্যুর ঘটনায় দায়ের এফআইআর সিবিআই’র হাতে দেওয়া হোক। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গড়া হোক কমিটি। কাশির ওষুধে শিশুমৃত্যুর ঘটনার পাশাপাশি ওষুধের মান নিশ্চিত করার পরিকাঠামো সম্পর্কে সুপারিশও জমা দিতে বলা হোক সেই কমিটিকে।
শিশু এবং কিশোরদের কাশির ওষুধ দেওয়া এবং চিকিৎসার জন্য এদিনই নতুন নির্দেশিকা জারি করেছে কেরালা। রাজ্যে কাশির ওষুধের জেরে শিশুমৃত্যুর ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটিও হয়েছে রাজ্যে।
মধ্য প্রদেশেই কাশির সিরাপ খেয়ে ২২ শিশুর মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। তার জেরে গ্রেপ্তার করা হয়েছে শ্রীসন ফার্মাসিউটিক্যালসের মালিক জি রঙ্গনাথনকে। এই সংস্থার কাশির ওষুধ ‘কোল্ডরিফ’ নিয়ে জমা পড়েছে বহু অভিযোগ। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ডাইইথিলিন গ্লাইকলের মাত্রা রয়েছে বিপজ্জনক স্তরে। মধ্য প্রদেশ পুলিশ এদিন চেন্নাই থেকে গ্রেপ্তার করে রঙ্গনাথনকে।
সংবাদসংস্থা জানাচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চিঠি পাঠিয়েছে ভারতকে। এই কাশির ওষুধ অন্য দেশে রপ্তানি করা হয়েছে কিনা জানতে চেয়েছে ‘হু’। ভারতের স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্দিষ্ট তথ্য পেলে আন্তর্জাতিক স্তরে সতর্কতা জারি হতে পারে।
এদিকে দেশে ওষুধের গুণমান নজরদারি সংক্রান্ত প্রতিষ্ঠান সিডিএসসিও সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে। প্রতিটি রাজ্যকে জানাতে বলা হয়েছে কোন কোন কাশির ওষুধ ব্যবহার হয় তার তালিকা পাঠাতে।
Cough Syrup
কাশির ওষুধে শিশুমৃত্যুতে সুপ্রিম কোর্টে শুনানি কাল, গ্রেপ্তার মালিক, চিঠি ‘হু’-র

×
Comments :0