বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল হচ্ছে। দক্ষিণবঙ্গে টানা চার দিন কম থাকবে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কাল থেকে গাঙ্গেয় পশ্চমবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। হওয়ার গতিবেগ থাকবে ঘন্টার ৫০-৬০ কিলোমিটার। উত্তর-পূর্ব অসমের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলায় হলুদের পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতে, কলকাতা এবং হাওড়ায় কালবৈশাখীর দাপট চলবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্কিনের সব জেলাতেই। মার্চ মাসের শুরুতেই যে তাপপ্রবাহ শুরু হয়েছিল তা এই কয়েকদিন বিরত থাকবে। গড় তাপমাত্রা কমবে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
Comments :0