বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিন খারিজ করলো শিয়ালদহ আদালত। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তিনি কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আর্জি করেছেন। সেই মামলায় শুনানি হতে পারে মঙ্গলবার।
কংগ্রেস দপ্তর ভাঙ্গচুরের ঘটনায় আগেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন রাকেশের ছেলে শিবম সিং, বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। এরা প্রত্যেকেই ভাঙ্গচুরের ঘটনার সাথে সরাসরি ভাবে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙ্গচুর করার ঘটনায় গত ২ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার হয় রাকেশ সিংকে। কলকাতার ট্যাংরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বেশ কিছু দিন ধরে তিনি ফেরার ছিলেন। খোঁজ চালাচ্ছিল পুলিশ।
Rakesh Singh
ফের জামিন খারিজ রাকেশ সিংয়ের

×
মন্তব্যসমূহ :0