Siliguri Rally

সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে একজোটে লড়াইয়ের আহ্বানে মিছিল শিলিগুড়িতে

রাজ্য জেলা

শিলিগুড়িতে মিছিলে বামপন্থী দলসমূহের নেতৃবৃন্দ।

পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে, যুদ্ধ উন্মাদনা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ডাকে মিছিলে শামিল হলেন শহরের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে 'সন্ত্রাসবাদের কোন জাত নেই, জনতার শত্রু সন্ত্রাসবাদ নিপাত যাক', এই স্লোগানকে সামনে রেখে দার্জিলিং জেলার বামপন্থী দলসমূহের আহবানে মিছিল বের হয়। 
মিছিল কোর্ট মোড়, হাসপাতাল মোড়, ভেনাস মোড় পার করে সোজা হিলকার্ট রোড ধরে এগিয়ে যায়। এরপর মিছিলটি সেবক রোড পার করে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল সোচ্চার হয়েছে যুদ্ধ নয় শান্তি চাই, সব বেকারের হাতে কাজ চাই, খাদ্য চাই, বস্ত্র চাই ইত্যাদি স্লোগানেও। এদিনের মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য, গৌতম ঘোষ, আরএসপি’র তাপস গোস্বামী, বিকাশ সেন রায়, ফরওয়ার্ড ব্লক’র অনিরুদ্ধ বসু, সিপিআই’র অনিমেষ ব্যানার্জি, এসইউসিআই (সি)-র গৌতম ভট্টাচার্য, এসইউসিআই-র জয় লোধ, বাসুদেব বসু, সিপিআই(এমএল) লিবারেশানের অভিজিৎ মজুমদার, সিপিআইএমএল (এনডি)-র পলান দে প্রমুখ। এছাড়াও ছাত্র, যুব, মহিলা, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিকিৎসক সহ সর্বস্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এদিনের যুদ্ধ বিরোধী শান্তির মিছিলে হেঁটেছেন। এদিনের মিছিল থেকে আওয়াজ উঠেছে সন্ত্রাসবাদ ধ্বংস হোক - যুদ্ধ নয় শান্তি চাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হোক একসাথে। কাশ্মীরে পর্যটকদের হত্যা করা হলো কিভাবে কেন্দ্রীয় সরকার জবাব দাও। কাশ্মীর হত্যাকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এয়ারভিউ মোড়ে এদিনের মিছিল শেষ হয়।

Comments :0

Login to leave a comment