২০২১ সালে ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকেই অবসর নিয়েছিলেন রস টেলর। তবে এবার অবসর কাটিয়ে ফের একবার ২২গজে ফিরতে চলেছেন এই নিউজিল্যান্ডের তারকা ব্যাটার। তবে এবার নিউ জিল্যান্ড নয়। তিনি ফিরতে চলেছেন সামোয়া দেশের জার্সিতে। সামোয়া ওশিয়ানিয়ার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। মাত্র ২লক্ষ জনসংখ্যার এই দেশের সঙ্গে টেলরের সম্পর্ক তার মায়ের সূত্রে। তার মা এই দেশেরই বাসিন্দা। আগামী ২০২৭ বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছে এই দেশ। তাই আগামী ৮অক্টোবর থেকে ওমানে শুরু হতে চলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবেন তিনি। এশিয়া- ইস্ট এশিয়া পেসিফিক জোনের ম্যাচে নামবেন টেলর। তিনি জানিয়েছেন ' আমি আমার সংস্কৃতি , গ্রাম ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করতে চলেছি । তাই আমি খুবই উত্তেজিত এবং গর্বিত '।
নিউজিল্যান্ডের হয়ে প্রায় ১৭বছরের ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ১১২টি টেস্ট। করেছেন ৭৬৮৩রান। যার মধ্যে রয়েছে ১৯টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। ২৩৬টি একদিনের ম্যাচে করেছেন ৮৬০৭রান। এছাড়াও ১০২টি টিটোয়েন্টি ম্যাচে করেছেন ১৯০৯রান।
মন্তব্যসমূহ :0