ধর্মপালনের অধিকার প্রত্যেকের রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন যে কেউ। কিন্তু এ রাজ্যে বেশ কয়েকবছর ধরে রামনবমীর মতো ধর্মীয় অনুষ্ঠানকে বিদ্বেষ প্রচারে ব্যবহার করা হচ্ছে। এবার রামনবমীতে বিভাজন বা বিদ্বেষের চেষ্টা হলে কড়া প্রতিরোধে নামবে এসএফআই।
মঙ্গলবার দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে এই অবস্থান জানিয়েছে এসএফআই। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, অশান্তি পাকাতে এলে এসএফআই’র প্রতিরোধের মুখে পড়তে হবে। ঠিক যেমন ১৯৯২ সালে এই বাংলার মাটিতে এসএফআই রাত পাহারা দিয়েছিল, পাড়ায় পাড়ায় রাত জেগে এক একটি মহল্লাকে পাহারা দিয়েছিলো, যাতে কোনও দাঙ্গাবাজ কোনও অশান্তি পাকাতে না পারে, ঠিক একই রকম ভাবে এবারেও এই রামনবমীর দিন সেই ভূমিকা নেবে।
দেবাঞ্জন বলেছেন, এসএফআই'র প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বামফ্রন্টের সভাপতি বিমান বসু ডাক দিয়েছেন রাজ্য জুড়ে সম্প্রীতি রক্ষা করতে হবে। এসএফআই নানা জায়গায় ক্যাম্প করে রাত পাহারায় থাকবে।
দেবাঞ্জন জানাচ্ছেন, দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে তাহলে জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্যরা যেভাবে সামলেছেন সেই শিক্ষা মাথায় রেখে আমরা তৈরি থাকব।
এসএফআই জানিয়েছে যে অভয়ার ন্যায় বিচার, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ও নদীয়ায় এসএফআই নেতা রেজা শেখের মুক্তির দাবিতে বুধবার শহীদ কমরেড সুদীপ্ত গুপ্তের ১৩তম শহীদ দিবসে মিছিল করবে এসএফআই। বেলা ১২টায় কলেজ স্ট্রিট ও শিয়ালদহ থেকে দুটি কেন্দ্রীয় মিছিল আসবে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। 'ক্যাম্পাস রক্ষায় সুদীপ্ত সংগ্রাম' এই শীর্ষক আলোচনা করবেন এসএফআই’র প্রাক্তন রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস। ২০১৩ সালে ২এপ্রিল ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে রাজভবন অভিযান করে এসএফআই। এই মিছিল থেকে গ্রেপ্তার করে হয় সুদীপ্ত গুপ্ত সহ এসএফআই নেতা কর্মীদের। প্রেসিডেন্সি জেলে বাস থেকে নামানোর সময় পুলিশের লাঠির আঘাতে আহত হন সুদীপ্ত। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। সারা বাংলা উত্তাল হয়েছিল এই ঘটনায়।
আরেকদিকে কয়েকদিন আগেই এসএফআই নদীয়া জেলার সম্পাদকমন্ডলীর সদস্য রেজা শেখকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এসএফআই'র অভিযোগ প্রতিদিন তাঁকে নতুন ধারায় মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে যাতে তাঁর জামিন না হয়। রেজা শেখ নদীয়ার পলাশীতে এক নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে ধর্ষকদের ধরার দাবিতে মিছিল সংগঠিত করেছিল। তাই তাঁর উপর পুলিশি নিপীড়ন চালানো হচ্ছে।
SFI
রামনবমীতে অশান্তির চেষ্টা হলে হবে প্রতিরোধে নামবে এসএফআই, কাল সুদীপ্ত স্মরণে মিছিল

×
Comments :0