STORY | RAHUL CHATTAPADHAYA | AGAMI | MUKTADHARA | 2025 APRIL 7

গল্প | রাহুল চট্টোপাধ্যায় | আগামী | মুক্তধারা | ২০২৪ এপ্রিল ৭

সাহিত্যের পাতা

STORY  RAHUL CHATTAPADHAYA  AGAMI  MUKTADHARA  2025 APRIL 7

গল্প | মুক্তধারা

আগামী 
রাহুল চট্টোপাধ্যায়

কথা বলতে বলতে থেমে যায় অবনী। চুপ করে যায় কিছুক্ষণ।তারপর চৌকিটার ওপর বসে তাকিয়ে থাকে বাইরের দিকে। বাইরেটায় এমনি লোক চলাচল বেশি নেই।
সন্ধ্যে হয়ে এসেছে। কিছুটা উদাস ভাবেই বলে অবনী-'এই ঘরে বুঝি আর থাকা হবে না'-
সুরমা একটা দীর্ঘশ্বাস ফেলে-'হ্যাঁ,ঘরদোর ছেড়ে ,জমিটা ছেড়ে যেতে মনটা বড়ো কাঁদবে গো।'
অবনী জানলার বাইরের অন্ধকারে চোখ রেখে  ভাবতে থাকে বড়ো বড়ো মেশিন, গাড়ি এসে খুঁড়ে চলছে তাদের জমি,মাটি তুলে বড়ো বড়ো গর্ত হয়ে চলেছে-
অবনী বলে-'কয়লা খনির জন্য আমাদের সব গাছ কেটে নিয়েছে। ফাঁকা করে নিয়েছে সব। কিন্তু আমরা খনি করতে দেব না এই পণ নিয়েছে সব। জানিনা কতোদিন ঠেকাতে পারবে।'
সুরমা অবনীর দিকে তাকিয়ে বলে-'ছাড়লে হবে না। আমাদের বয়েস হয়েছে ।আমরা না পারলেও বসন পারবে।'
অবনী হাসি হাসি মুখে তাকায় সুরমার দিকে।নাতির কথায় মনটা ভরে যায়। বলে-'হ্যাঁ, ওদেরই তো করতে হবে,আমরা কদিন।যারা নখ দাঁত বের করছে তাদের বিরুদ্ধে লড়তে তো হবেই ওদের, বাঁচাতে হবে মানুষকে'। 
বসন খুব সাহসী।সব কিছুতে এগিয়ে যায়। কয়লাখনি তৈরির আন্দোলনের মধ্যেও সে আছে। তাই অনেক হতাশা চিন্তার মধ্যেও অবনী আর সুরমার ভরসা বসন। 
বসন দরজার পাশে দাঁড়িয়ে সব শোনে দাদাভাই আর ঠাকমার কথা। মুচকি হাসে সে। তারপর চলে যায়।তার মিটিং আছে। জমি রক্ষা কমিটির ডাকে।তাকে তো যেতেই হবে।

Comments :0

Login to leave a comment