শুরুটা ভালোই করেছিলেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধান। তবে ভারতের জন্য শঙ্কার মেঘ এখনো কাটেনি। ভারত কি ৩০০ রান গন্ডি পেরোতে পারবে?
মুম্বাইয়ের ডিওয়াই পাটিল অ্যাকডেমি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ রয়েছে। অফলাইনে টিকিটের জন্য কেউ কেউ ৩৬ ঘন্টাও লাইনে থেকেছেন।
একদিনের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই নিয়ে ৩৪ বার মুখোমুখি হলো। তার মধ্যে ভারত ২০ বার এবং দক্ষিণ আফ্ৰিকা ১৩বার জয়লাভ করেছে একে ওপরের বিরুদ্ধে।
দক্ষিণ আফ্রিকার লরা উইলভার্ট ও ভারতের স্মৃতি মান্ধানা এখনো অবধি সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন এবারের মহিলা একদিনের বিশ্বকাপে।
৩৬ ওভার শেষে ভারতের রান ২১২ । যদিও এর মধ্যে ভারতের তিনটি খুব গুরুত্বপূর্ণ উইকেট ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে রয়েছেন ভারতের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা।
icc womens world cup
তিনশোর কাছে পৌঁছাবে স্কোর? অপেক্ষায় ভরা স্টেডিয়াম
×
Comments :0