ভাঙড়ে সিপিআই(এম)’র ডাকা মিছিল বন্ধ করতে পার্টি নেতৃবৃন্দের বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়েছে ভাঙড় থানার পুলিশ। পুলিশের নোটিসকে ঘিরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিপিআই(এম)।
মঙ্গলবার সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী এবিষয়ে বলেন, ‘‘ভাঙড়ে শাসক দল মিছিল, মিটিং করছে। পুলিশ অনুমতি দিচ্ছে। অথচ সিপিআই(এম) বা বিরোধী দলকে মিছিল, মিটিং করতে দেওয়া হচ্ছে না। বাধা দিতে পুলিশ ১৪৪ ধারা জারির কথা বলছে।’’
এই ভাঙড়েই আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতারা ঘুরে বেড়ালেও হাজতে সিদ্দিকী। মঙ্গলবারই কলকাতায় সিদ্দিকীর মুক্তির দাবিতে মিছিল করেছে বামফ্রন্ট। পুলিশেকে কেন বামফ্রন্ট দলদাস বলছে, ফের এই ঘটনায় তা স্পষ্ট হয়েছে।
লাহিড়ীর ক্ষোভ, ‘‘এমনকি তৃণমূলের দাগি অপরাধীরাও মিছিল করছে, মিটিং করছে ও বাড়ি বাড়ি গিয়ে বিরোধীদের হুমকি দিচ্ছে। অথচ দলদাস পুলিশ বিরোধীদের মিছিল, সভা আটকাতে ১৪৪ ধারা জারি করে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে চাইছে। এব্যাপারে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।’’
১৫ ফেব্রুয়ারি, বুধবার, সিপিআই(এম) ‘ভাঙড় চলো’ কর্মসূচির ডাক দেওয়ায় পুলিশ মাঠে নেমেছে। এই কর্মসুচি বন্ধ করতে ভাঙড়ের সিপিআই(এম) নেতা তুষার ঘোষ, আজিজার রহমান, রশিদ গাজীকে নোটিশ ধরিয়েছে। ওই নোটিশে সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী‘র নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে, শমীক লাহিড়ী ও অন্যান্য নেতৃত্ব ১৫ ফেব্রুয়ারি ‘ভাঙড় চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। এই মিছিল করা যাবে না।’
এমনকি ভাঙড় থানা এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত মাইকিং করে প্রচার করেছে ভাঙড় থানার পুলিশ।
Comments :0