Shootout Dinhata

কোচবিহারে শুট আউট মৃত ১

রাজ্য জেলা

শুট আউট কোচবিহার দিনহাটায়। মৃত্যু হলো তপন বর্মন নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি দিনহাটা পেটলা গ্রাম পঞ্চায়েতের ছাট বারো বাংলা এলাকায়। শনিবার রং খেলার দিন বিকেলে এই ঘটনায় ছড়ালো চাঞ্চল্য।
জানা গেছে ,  এদিন কোচবিহার জেলার দিনহাটা মহকুমার জমাদারবস পঞ্চকন্যা এলাকায় পাঁচ জন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় রঙ খেলছিলেন। হঠাৎই বচসায় জড়িয়ে পড়েন তারা। আকস্মিক ভাবে বন্ধন দাস নামে এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এক রাউন্ড গুলি ছোঁড়েন তপন বর্মনকে লক্ষ্য করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তপন বর্মন। এরপর তরিঘরি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। তাঁর পরিস্থিতি সংকটজনক হলে তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর,  গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত বন্ধন দাস একজন অপরাধী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
 

Comments :0

Login to leave a comment