সকাল থেকেই দক্ষিণবঙ্গে কলকাতা এবং সংলগ্ল জেলা গুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছিল। এই আবহাওয়া খুব একটা পরিবর্তন হচ্ছে না এখনই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের পাঁচ জেলায় বেলা বাড়তেই তাপপ্রবাহ শুরু হয়। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি বেশি। আগামীকাল ও এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কাল কলকাতার সর্বোচ্চ থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
weather
দক্ষিণবঙ্গে থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি

×
Comments :0