প্রায় নয় মাস পর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর পৃথিবীতে ফিরছেন। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে আটকে রয়েছেন দুই মাহাকাশচারী।
গত জুনে তাঁরা যান আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। আটদিনের মধ্যে পৃথীবিতে ফেরার কথা ছিল। কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানের সমস্যার কারণে আটকে তেকেছেন তাঁরা।
এলন মাস্কের সংস্থা স্পেসএক্স-র মহাকাশযান এবার যে ‘ক্রু-টেন’ অভিযানে রওনা হয়েছে শুক্রবার। সুনীতাদের নিয়ে রবিবার সকালে ফিরে আসার কথা। এই অভিযানে রয়েছেন চার মহাকাশচারী- অ্যানে ম্যাকক্লেইন, নিকোলে আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভ। শুক্রবার রাতে কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে রওনা হয়েছেন তাঁরা।
স্পেসএক্স-র মালিক মাস্ক এবং ট্রাম্প সুনীতা উইলামসদের আটকে পড়ার বিষয়টিতে রাজনৈতিক বিতর্কও বাঁধিয়ে দিয়েচিলেন। তাঁরা বলেছেন, পূর্বতন রাষ্ট্রপতি জো বাইডেনের ইচ্ছার অভাব ছিল বলে আটকে রয়েছেন দুই মহাকাশচারী। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের বিভিন্ন অংশ তার প্রতিবাদও করে।
Comments :0