Strike Barrackpur

বারাকপুরে রেললাইন অবরোধ, বিক্ষোভ বিটি রোডেও

জেলা

বারাকপুর স্টেশনে পুলিশের বাধা সত্ত্বেও বিক্ষোভ। রয়েছেন গার্গী চ্যাটার্জি সহ সিআইটিইউ নেতৃবৃন্দ।

ধর্মঘটের সমর্থনে বারাকপুর স্টেশনে রেল লাইন অবরোধ করে সিআইটিইউ। নেতৃত্ব দেন সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। 
বারাকপুর স্টেশন এবং স্টেশনের চলে বিক্ষোভ। পুলিশ বিক্ষোভ তুলতে এলে তীব্র কথা কাটাকাটি হতে থাকে। পুলিশ লাঠি তুলে তাড়া করে সিআইটিইউ কর্মীদের। 
বুধবার ধর্মঘটের দিন বরানগরে ট্রেড ইউনিয়ন এবং কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে বিটি রোড টবিন রোড মোড়ে পথ অবরোধ চলে। পুলিশ এলেও অবস্থান এবং অবরোধ চলে দীর্ঘক্ষণ।

Comments :0

Login to leave a comment