মঙ্গলবার গ্রেপ্তার হওয়া যাদবপুরের ছাত্রের ৫ দিনের পুলিশি হেফাজত দিল আদালত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌপ্তিক চন্দ্রকে মঙ্গলবার দীর্ঘক্ষণ জেরার পর গ্রেপ্তার করেছিল যাদবপুর থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর নগরদায়রা আদালতে হাজির করা হয়।
ধৃত ছাত্রের আইনজীবী আদালতে জানান যে পুলিশ যে চার্জশিট দিয়েছে সেখানে ১৮ জনের মধ্যে সৌপ্তিকের নাম নেই। পুলিশ অযথা তাঁকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা করেছে এবং গ্রেপ্তার করেছে। পুলিশ আদালতে জানিয়েছে ওই ছাত্র প্রমাণ লোপাট করেছে। ওই ছাত্রের আইনজীবী জানান আগামী শুক্রবার তাঁর পরীক্ষা রয়েছে,তাঁকে যেন আদালত জামিন দেয়। ধৃত ছাত্রের জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তিনি আদালতে জানান, তৃণমূল পরিচালিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে ভাঙচুরের সময় ওই ছাত্র ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভিডিও ফুটেজে তা স্পষ্ট।
যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই নেতৃত্ব কৌশিকী ভট্টাচার্য জানাচ্ছেন, "ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গত উন্নয়নের জন্য আন্দোলন করছিলেন ছাত্ররা। সেই ছাত্রদের বিরুদ্ধেই একাধিক এফআইআর করা হচ্ছে। পুলিশ বিনা নোটিসে ডেকে হেনস্থা করা হচ্ছে ও গ্রেপ্তার করা হচ্ছে। এই ভাবে ভয় দেখিয়ে আন্দোলনকে দমন করা যাবে না।"
যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা কাল এক গণ কনভেনশনের ডাক দিয়েছে। বেলা ১২ তার সময় ত্রিগুণা সেন অডিটোরিয়ামের বাইরে এই কনভেনশন হবে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ও স্থায়ী ভিসি, স্থায়ী রেজিস্টার, সমস্ত ফেকাল্টিতে স্থায়ী ডিন ও সমস্ত শূন্যপদে অধ্যাপক ও কর্মচারী নিয়োগ করতে হবে এবং রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দাবি নিয়ে আলোচনা হবে এই কনভেনশনে।
JADAVPUR UNIVERSITY
পরীক্ষা সত্ত্বেও পুলিশ হেফাজত ছাত্রের, কাল যাদবপুরে গন কনভেনশন

×
Comments :0