পৃথিবীতে ফিরে সুস্থ আছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসার দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় সময় বুধবার রাত ৩:২৭ নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে নামেন তাঁরা। মহাকাশযান থেকে ক্যাপসুল সুনীতা সহ মোট চার মহাকাশচারীকে নিয়ে জলভাগে আছড়ে পড়ে। দ্রুত জলযানে তোলা হয় ক্যাপসুল। এক এক বেরিয়ে আসেন মহাকাশচারীরা।
এই মহাকাশচারীদের পৃথিবীতে ফেরাতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে যায় স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশ যান। নাসার তরফে জানানো হয়েছে যে শারীরিক সমস্যার দিকে নজর রাখা হচ্ছে।
গত বছর জুনে আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাদের মহাকাশ যান বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পরে। ফলে সেখানেই আটকে পড়েন তাঁরা।
সুনীতাকে হাসি মুখে হাত নাড়তে নাড়তে ক্যাপসুল থেকে বের হতে দেখা গিয়েছে।
Sunita Williams
সুস্থ আছেন সুনীতা, সঙ্গী মহাকাশচারীরাও

×
Comments :0