বুধবার ১৩তারিখ অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার সিংয়ের জামিন বাতিল করল সুপ্রিম কোর্ট। ২০২১ সালে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর ধানকরের খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। পরে জাস্টিস সঞ্জীব নারুলা দিল্লি হাই কোর্ট থেকে তার জামিন মঞ্জুর করেছিলেন। তবে ১৩তারিখ সাগরের বাবা অশোক ধানকর ফের একবার জামিন খারিজের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন। জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং সঞ্জয় কারোল তার এই আবেদনে সারা দিয়ে সুশান্তের জামিন খারিজ করে দেন। সাগরের মৃত্যুর পর তার মৃতদেহের ময়নাতদন্তে জন্য গেছিল যে কোনো এক ভোঁতা বস্তুর আঘাতেই তিনি মস্তিষ্কে আঘাত পান। অক্টোবর ২০২২ এ সুশীলের এই অপরাধকে ভারতীয় দণ্ডবিধির আওয়তায় আনা হয়। যার মধ্যে রয়েছে খুনের অভিপ্রায়ের মতো অপরাধ। এতদিন জামিনে বাইরে থাকলেও বুধবার সেই জামিন বাতিল হওয়ায় সুপ্রিম কোর্ট সুশীলকে আদেশ দিয়েছে আগামী ১সপ্তাহের মধ্যেই তাকে আত্মসমর্পণ করতে হবে ।
BAIL CANCELS OF OLYMPIAN SUSHIL KUMAR
কুস্তিগীর সুশীলের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

×
Comments :0