Taki Natyotsav

শেষ হলো টাকী নাট্যোৎসব

জেলা

Taki Natyotsav ক্যাপ: টাকী কালচারাল ইউনিটের 'অবলম্বন' নাটকের একটি দৃশ্য।


টাকী কালচারাল ইউনিটের পরিচালনায় দু’দিনব্যাপী ৪২ তম নাট্যোৎসব শেষ হয় রবিবার। শনিবার টাকী পৌর সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব প্রসূন ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কারণে আসতে না পারলেও প্রখ্যাত লোকশিল্পী শুভেন্দু মাইতি ফোন করে শুভেচ্ছা বার্তা দেন এবং তা দর্শক শ্রোতাদের সামনে পাঠ করে শোনানো হয়। দু’দিনে মোট চারটি নাটক মঞ্চস্থ হয়। শনিবার মঞ্চস্থ হয় টাকী কালচারাল ইউনিটের 'অবলম্বন' এবং সুন্দরবন নাট্যোৎসব কমিটির 'সহজপাঠ'। রবিবার মঞ্চস্থ হয় বর্ধমানের স্বপ্ন অঙ্গনের 'যশোধা মা' ও স্বপ্ন সৃজনীর 'টক্কর'।
সম্প্রতি বসিরহাটে স্বপ্ন সৃজনী নাট্য সংস্থার উদ্যোগে বিশিষ্ট নাট্য পরিচালক মনোতোষ বিশ্বাস (খচাদা) স্মৃতি নাট্য উৎসব হয়। বসিরহাট বৌবাজার সংলগ্ন সুকান্ত মুক্ত মঞ্চে স্বপ্নসৃজনীর  বৃক্ষরোপণের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন নাট্যব্যক্তিত্ব কৃষ্ণগোপাল মণ্ডল। দু’দিন ধরে চলা এই উৎসবে ৫টি নাট্যদল অংশ নেয়। টাকী কালচারাল ইউনিটের 'অবলম্বন' মদনপুর যাত্রিক নাট্যসংস্থার 'উৎস সন্ধানে', স্বপ্নপূরণের প্রযোজনায় অনুনাটক 'সাজা' এবং ন্যাজাট ভাবনার 'জলে জঙ্গলে রূপকথা'।
 

Comments :0

Login to leave a comment