Burdwan Medical College

বর্ধমান মেডিক্যাল কলেজে উত্তেজনা

রাজ্য জেলা

ফাইল ছবি।

ফের উত্তপ্ত হল বর্ধমান মেডিক্যাল কলেজ চত্বর। ‘থ্রেট কালচার’ এর অভিযোগে সাসপেন্ড হওয়া ছাত্রদের পুনরায় কলেজে ফেরানোর দাবিতে বুধবার দুপুরে অধ্যক্ষ ডাঃ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেন একদল চিকিৎসক ও পড়ুয়া। তবে, এই দাবির বিরোধিতা করে পাল্টা স্মারকলিপি জমা দেন অন্য একদল পড়ুয়া। যা নিয়ে কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এরপরেই ধস্তাধস্তি শুরু হয় ছাত্রছাত্রীদের মধ্যে। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। 
পড়ুয়ারদের অভিযোগ, কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তাঁদের দাবি, অগ্রাধিকারমূলক পরীক্ষার ভিত্তিহীন প্রচার চালিয়ে অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাঁরা চান, কলেজের বর্তমান পরিবেশ বজায় থাকুক। অন্যদিকে, সাসপেন্ড হওয়া অভীক দে, বীরুপাক্ষ ঘোষ সহ ছাত্রদের সমর্থকরা দাবি করেন, কলেজ কর্তৃপক্ষ অন্যায়ভাবে কিছু শিক্ষার্থীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা প্রত্যাহার করা দরকার। তবে অন্যপক্ষের মতে, যদি অভিযুক্তরা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পান, তাহলে পুনরায় অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। তবে, এনিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
 

Comments :0

Login to leave a comment