তামিলনাডুর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল পৌঁছাচ্ছে মাদুরাইয়ে। তার মধ্যে শহীদদের স্মৃতি নিয়ে পাঁচটি মিছিল ছুঁয়ে যাচ্ছে নানা এলাকা। তুতুকুড়ি থেকে মাদুরাইয়ে যাচ্ছে দুই ছাত্র শহীদকে স্মরণ করে মশাল মিছিল।
চেন্নাইয়ের তাম্বারাম এলাকাতেও সুবিশাল মশাল মিছিল করল সিপিআই(এম)। উপস্থিত ছিলেন চেন্নাইয়ের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কে বালাভারতী। এই মিছিলকে সাদর অভ্যর্থনা জানান কয়েকশো পার্টিকর্মী।
সিপিআই(এম) ২৪ তম পার্টি কংগ্রেসের মূল যে সম্মেলন স্থল তার ছবি দেখেই স্পষ্ট সাজো সাজো রব মাদুরাই জেলাজুড়ে। সম্মেলন স্থল সংলগ্ন এলাকা সাজানো হয়েছে মার্কস, এঙ্গেলস, লেনিন, স্তালিনের ছবি দিয়ে।
পাঁচটি আলাদা আলাদা জায়গা থেকে পাঁচটি মশাল মিছিল এসে পৌঁছাচ্ছে মাদুরাইতে। তুতুকুড়ি থেকে মাদুরাইয়ে সম্মেলন স্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে মশাল মিছিল। দুই ছাত্র শহীদ সমু আর সেম্বুর আত্মত্যাগকে স্মরণ করে এগিয়ে চলেছে এই মশাল মিছিল। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য পি সম্পত মশাল তুলে দেন তামিলনাড়ু রাজ্য কমিটির সদস্য কে জি ভাস্করণের হাতে। এই মিছিলে রয়েছেন ছাত্র স্বেচ্ছাসেবক ও সিপিআই(এম) সদস্যরা।
CPIM PARTY CONGRESS
দুই ছাত্র শহীদের স্মৃতি বয়ে মশাল মিছিল মাদুরাইয়ে কাছে

×
Comments :0