মোবাইল গেম কেড়ে নিল তরতাজা দুটি প্রাণ! রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে খেলতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে আঁকড়া স্টেশন সংলগ্ন এলাকায় বজবজ গামী ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত এক যুবক ওই এলাকারই বাসিন্দা। অপর আরেক যুবক আঁকড়া ফটকের বাসিন্দা বলে জানা গেছে। মৃত এক যুবকের নাম শেখ চাঁদ (২০)। আর একজনের নাম শেখ সাদ্দাম (১৮)
এলাকার মানুষজন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ট্রেনের লাইনে বসে গেম খেলায় মশগুল ছিলেন চাঁদ ও সাদ্দাম। সেই সময় শিয়ালদহ গামী একটি মালগাড়ি ও অন্য লাইন দিয়ে বজবজ গামী একটি ট্রেন চলে আসে। তখন ওই দুই যুবক মোবাইলে গেম খেলায় এতটাই মত্ত ছিল যে তাঁরা রেল লাইনে গাড়ি আসার বিষয়টি খেয়াল করে নি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে থাকেন। খবর দেওয়া হয় রেল পুলিশে। এরপরই ঘটনাস্থলে আসেন রেল পুলিশ। রেললাইন থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়। ঘটনাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে আঁকড়া স্টেশন সংলগ্ন এলাকায়।
Comments :0