ইংরেজি নববর্ষের দিনে নিউ অরলিন্সের দক্ষিণাঞ্চলীয় শহর ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৩০ জন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় আনুমানিক ভোর ৩:১৫ মিনিটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, "ট্রাকের চালক সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায়। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে।"
পুলিশের কর্মকর্তারা জানান, ফরাসি কোয়ার্টার নামে শহরের একটি অংশে ক্যানেল এবং বোরবন স্ট্রিটের সংযোগস্থলে যখন ট্রাকটি তীব্র গতিতে এগিয়ে আসতে থাকে। ঠিক সেই খানেই সাধারণ মানুষ নববর্ষ পালন করছিলেন। আততায়ীর চেষ্টা ছিল আরও বেশি সংখ্যক লোককে আঘাত করার। জানা যাচ্ছে দুই পুলিশ কর্মীও গুলিবিদ্ধ ও আহত হয়েছিল। পুলিশ সুপার অ্যান কার্কপ্যাট্রিক জানিয়েছেন, "আহত দুই পুলিশ কর্মী আপাতত স্থিতিশীল আছেন।"
Comments :0