উৎসবে অনুভবে
মুক্তধারা
চিরকালীন একটি গল্প
অরিন্দম ঘোষ
৩০ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
রাত্রিময় ইতিহাস অসম্ভব ভালো লাগার গল্প
রোদ্দুর, চিরকালীন সাক্ষী, মহিষাসুর আর যুদ্ধ
বর্ণমালার প্রতিটি মনের ভিতর ঢাকের বাজনা
আমার দুর্গা তোমার দুর্গা বিভেদ সৃষ্টির পদ্য
নস্টালজিক উপন্যাসের কাহিনী,পুজোর থিম...
মাটির প্রতিমা, কুমোরটুলির কথা একটু অল্প
যে সময় এসেছিল আর হারিয়েগেছে শান্ত
কাতারে কাতারে মানুষের দল কাজ করে অক্লান্ত
রাজার শাসনকাল আজও কাগজে লেখা খাজনা
ঘুমিয়েছে মস্তিষ্ক,যুদ্ধক্ষেত্রে ত্রিশূল এবং সুদর্শন-
উপস্থিত হাজার মানুষ আর মোবাইল সেলফি
ছাপাখানার পুরোনো মেশিন কাঁদে চুপচাপ...
"পুজোর থিম" র খাতার হিসাবে মাঝে মাঝে চিন্তা
ফেরিওয়ালা ভাবে আর কিছু যদি বিক্রি হতো
বাচ্চাছেলেটা কোনো যুদ্ধের কাহিনী পড়ছে, তবে
তার বাবা নতুন জামাকাপড় কিনে আনতে গেছে
সকালের খাবার একটু কাঁচালঙ্কা দিয়ে পান্তা...
মনের ভিতর চিঠির কথা।
হাঁড়িতে ভাতফোটার কাল্পনিক শব্দে তৈরী
ঢাকির হাতের শব্দভাষা...
মনে মনে চিন্তা- "অসুস্থ বউ তার বাড়িতে রয়েছে..."
Comments :0