Murshidabad Panchayet election

মুর্শিদাবাদে তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ

রাজ্য জেলা

অবাধ, শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন নিশ্চিত করতে হবে, দাবি জানিয়েছে সিপিআই(এম)। বৃহস্পতিবার ভিডিও বার্তায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘মানুষের মেজাজ বুঝে কাজ না করলে ভুল করবে প্রশাসন। এরাজ্যের মানুষ চোর লুঠেরাদের হঠিয়ে ফের একবার সাধারণ মানুষের পঞ্চায়েত প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।’’

এদিন তার প্রতিছবি ধরা পড়লো মুর্শিদাবাদে। রানিনগরে সিপিআই(এম) প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার চেষ্টা করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। আর বাঁধা দিতে এলে পাল্টা প্রতিরোধের মুখে পড়তে হব তাদের। শুধুমাত্র বামপন্থী কর্মীরা নব। প্রার্থীদের সাথে মনোনয়ন জমা করার সমন উপস্থিত ছিলেন গ্রামের সাধরান মানুষজন। তৃণমূল বাঁধা দিতে এলে ঝান্ডা হাতে তাদের তারা করেন সাধারণ গ্রামবাসীরা। মানুষের প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হব তৃণমূলের গুন্ডা বাহিনী।

  

 শুক্রবার থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু করেছেন বাম প্রার্থীরা। বিভিন্ন জেলায় বাম-কংগ্রেস প্রার্থীদের মনোনয়নে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে শাসকদল মদতপুষ্ট সমাজ বিরোধী অথবা খোদ নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে। তবে এই সব বাঁধাকে উপেক্ষা করেই মনোনয়ন দাখিল করছেন বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থীরা। 

Comments :0

Login to leave a comment