উৎসবে অনুভবে
মুক্তধারা
নদী আর আমি, আমি আর নদী
সৌরভ ঘোষ
২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩
শূন্য সন্ধ্যায়, নীরব কল্লোলে বয়ে চলেছে সে
আমার ছেলেবেলার সাথি, বড়ই লাজুক নদী।
আজ যেন সে বড় অচেনা,
যেন আপাদ মস্তক বোরখায় ঢাকা!
নদীর পাড়ে দাঁড়িয়ে ভাবছি--
যেন একটা অচেনা নদীর পাড়ে দাঁড়িয়ে ভাবছি,
আমার ছিন্নমূল স্বপ্নগুলো!
ভাবছি, আমার সমস্ত ব্যর্থতা কীভাবে একে সঁপে দেব।
ওদিক থেকে কোনো সাড়া নেই!
ওর উৎস্য আগে আলোর দিকে ছিল, জানতাম।
এখন কেন যে এত অন্ধকার, এত নৈশব্দ!
যেন একটা ব্যর্থ নদী আর একটা ব্যর্থ মানুষ
অনেক বছর পর মুখোমুখি;
দুজনেই স্থির, দুজনেই শান্ত, অবাক...!
হঠাৎ মনে পড়ে গেল,
আমিই ওকে বলেছিলাম, "মাঝে মাঝে থামতে হয়..."
Comments :0