Weapons recovered

ফের অস্ত্র উদ্ধার কলকাতায়

জেলা

বাইপাস সংলগ্ল আনন্দপুর এলাকায় অস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের থেকে ১০ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান  অস্ত্রগুলো পাচার করার জন্যই ধৃতেরা সেখানে এসেছিল। 
এই অস্ত্র নিয়ে কোথা থেকে আসছিল বা কোথায় নিয়ে যাচ্ছিলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্রগুলি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে একাধিক বাক্সের ভিতরে ওই আগ্নেয়াস্ত্রগুলি মজুত ছিল। বারংবার কলকাতার বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার হচ্ছে। পুলিশের ইন্টালিজেন্সে বারবার ফেল করছে তা এই ঘটনা গুলি থেকে স্পষ্ট বলে মত প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহল।

Comments :0

Login to leave a comment