west indiez vs pakistan ODI

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ক্যারিবিয়ানদের

খেলা

বুধবার ত্রিনিদাদ টোব্যাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে পাকিস্তানকে ২০২ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ওডিআই বা একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জিতল শাই হোপের দল। ৩৪বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ফের ওডিআই সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। অধিনায়ক শাই হোপ ৯৪বলে ১২০রান করেন । এই নিয়ে ওডিআইতে নিজের ১৮তম শতরান করেন শাই হোপ। ইভিন লুইস ৩৭ এবংজাস্টিন গ্রেভস ৪৩রান  করেন। প্রথম ইনিংসে ৬উইকেট হারিয়ে ২৯৪রান করেন ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আব্রার আহমেদ দুটি এবং সায়িম আয়ুব ও মহম্মদ নাওয়াজ একটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের বোলিংয়ের কাছে ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান। জেইডেন সিলস মোট ৬টি উইকেট নেন। সায়িম (০ রান ), আব্দুল্লাহ ( ০ রান ) , বাবর আজম ( ৯ রান ) , মহম্মদ রিজওয়ান ( ০ রান ) , নাসিম শাহ ( ৬রান ) এবং হাসান আলির ( ০রান ) উইকেই নেন সিলস। ২৯.২ওভারে মাত্র ৯২রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। ২-১ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।   

Comments :0

Login to leave a comment