বুধবার ত্রিনিদাদ টোব্যাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে পাকিস্তানকে ২০২ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ওডিআই বা একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জিতল শাই হোপের দল। ৩৪বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ফের ওডিআই সিরিজ জয় করল ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। অধিনায়ক শাই হোপ ৯৪বলে ১২০রান করেন । এই নিয়ে ওডিআইতে নিজের ১৮তম শতরান করেন শাই হোপ। ইভিন লুইস ৩৭ এবংজাস্টিন গ্রেভস ৪৩রান করেন। প্রথম ইনিংসে ৬উইকেট হারিয়ে ২৯৪রান করেন ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও আব্রার আহমেদ দুটি এবং সায়িম আয়ুব ও মহম্মদ নাওয়াজ একটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের বোলিংয়ের কাছে ধরাশায়ী হয়ে যায় পাকিস্তান। জেইডেন সিলস মোট ৬টি উইকেট নেন। সায়িম (০ রান ), আব্দুল্লাহ ( ০ রান ) , বাবর আজম ( ৯ রান ) , মহম্মদ রিজওয়ান ( ০ রান ) , নাসিম শাহ ( ৬রান ) এবং হাসান আলির ( ০রান ) উইকেই নেন সিলস। ২৯.২ওভারে মাত্র ৯২রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। ২-১ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
Comments :0