DEATH BODY

ডালখোলায় চাষের খেতে মহিলার দেহ, তদন্তে পুলিশ

জেলা

প্রতীকী ছবি।

গলার নলি কাটা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দেহ মিলেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকায়। জানা যাচ্ছে মৃতার বাড়িও ডালখোলা থানা এলাকায়। ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা বিবাহবিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন। শনিবার সকালে ধানের জমিতে পাম্প সেট থেকে জল দিতে যাযন আবদুল্লা নামে এক যুবক। ভুট্টা খেতের পাশে ওই মহিলাকে জমিতে শায়িত দেখতে পেয়ে দূর থেকে ডাকাডাকি করেন। কিন্তু কিছুতেই সাড়া মেলেনি। কাছে গিয়ে দেখতে পান যে মহিলা গলার নলিকাটা অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তিনি তাঁর বাবা মহম্মদ সাদেককে ডেকে আনেন। 
সাদেক জানান, "ওই মহিলার মৃতদেহ তার জমিতে পড়েছিল। সে স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়া হয়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে জড়ো হন। খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে। পুলিশ মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য।’’
ওই মহিলাকে খুনের নেপথ্যে কী রহস্য রয়েছে তা তদন্ত করছে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, "ওই খুনের ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’’

Comments :0

Login to leave a comment