বাংলাদেশের স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে। তবে ঢাকায় হবে না কুচকাওয়াজ। স্বাধীনতা দিবস পালন সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনের নিরিখে রবিবার রাতে এই বক্তব্য জানিয়েছে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের দপ্তর।
এদিন সকালে বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গনির বক্তব্যের পর কুচকাওয়াজ না হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান। প্রতি বছর দিনটি পালিত হয় দেশে।
সংবাদমাধ্যমে এদিন নাসিমুল গনি বলেন যে আনন্দ করার মেজাজে নেই দেশ। তাই স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না। এ কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গনি। রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মেলন কক্ষে ঈদ এবং স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি।
গনি জানিয়েছিলেন যে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসও পালিত হয়নি। উল্লেখ্য, ওই দিনে পাকিস্তানের সেনার তরফে আত্মসমর্পণের ঘোষণা করা হয়েছিল ১৯৭১-এ।
স্বাধীনতা দিবস নিয়ে খবর ছড়াতে থাকায় ইউনুসের দপ্তর থেকে বলা হয়, এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংস্কার চলছে। তাই গত কয়েক বছরের মতো এ বছরও ঢাকায় কুচকাওয়াজের আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজের আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টার দপ্তর আরও বলে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
Bangladesh Independence Day
ঢাকা বাদে সর্বত্র হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, বলল ইউনুসের দপ্তর

×
Comments :0