আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন তোলপাড় গোটা রাজ্য ও দেশ। যখন চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে শামিল সমাজের সব স্তরের মানুষ। সেই সময় বেলঘরিয়ায় আক্রান্ত স্কুল ছাত্রী। স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীর উপর অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা। বুধবার ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার প্রফুল্লনগর এলাকায়। অভিযুক্ত যুবককে পাকড়াও করে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। একটি বেসকারি হাসপাতালে এখন মৃত্যুর সাথে লড়াই করছে দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রীটি।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের বেলঘরিয়া থানা এলাকা ওপর অবরোধ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বেলরিয়া প্রফুল্ল নগর এলাকার বাসিন্দার নবম শ্রেণীর ছাত্রী এদিন মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ছিরছিল। সেই সময় এলাকার এক যুবক আচমকা তার ওপর চড়াও হয়ে দা দিয়ে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় নবম শ্রেণীর ছাত্রীটি রাস্তায় লুটিয়ে পড়লে এলাকাবাসীরা তাকে কলকাতা একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত যুবককে অঞ্চলের মানুষজন ধরে মারধর করতে থাকে। পরে বেলঘরিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, হামলাকারীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে এই হামলা তার সঠিক কারণ এখনও জানা যায়নি। এলাকার উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের বেলঘরিয়া থানা এলাকা ওপর অবরোধ করেন। তাদের অভিযোগ, গোটা রাজ্যে নিরাপত্তার অভাব রয়েছেন মহিলাদের, কেন এই ধররেন ঘটনা ঘটে চলেছে, নারীদের সুরক্ষা কোথায় এই রাজ্যে, এই ধরণের ঘটনা কেন ঘটতে দেওয়া হচ্ছে। জনরোষ সামলাতে পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ে। অবশেষে, পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। বেলঘরিয়া থানার সামনে সিপিআই(এম)’র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং স্মারকলিপি দেওয়া হয়।
Comments :0