Delhi Assembly Election

ভোটার তালিকা দুর্নীতি নিয়ে সরব আপ

জাতীয়

ভোট তালিকায় জালিয়াতি নিয়ে ফের বিজেপিকে নিশানা করলো আপ। শনিবার দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সাংবাদিক সম্মেলন করে দাবি করে নির্বাচনের কমিশনের ছোখে ধুলো দিয়ে বিজেপি একাধিক ভুয়ো ভোটারের নাম তালিকায় নথিভুক্ত করেছে। তিনি বলেন, ‘‘বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদ সবাই নির্বাচন কমিশনের চোখে ধুলো দিয়ে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন। নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী তিনি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। সাংসদ পদ হারিয়েও সাংসদের বাঙলো দখল করে রেখেছেন।’’
তিনি বলেন, ‘‘পরেশ ভর্মা থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি, কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ান নিজেদের ঠিকানা ব্যবহার করে একাধিক ব্যাক্তির নাম নথিভুক্ত করেছে ভোটার তালিকায়।’’ তার অভিযোগ বিপুল সংখ্যক এই ভোটার তালিকাভুক্ত করছে বিজেপি।
গতকাল আপের বিরুদ্ধে এই একই অভিযোগ করেছিল বিজেপি। তাদের অভিযোগ নির্দিষ্ট কিছু কেন্দ্রে এই কাজ করছে কেজরিওয়ালের দল। 
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহন। ৭০টি আসনে ভোটগ্রহন হবে এক দফায়। ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি। তার আগে নির্বাচন তালিকা দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে দুই দলের মধ্যে নতুন সংঘাত তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment