FARMER LEADERSHIP PRESS CONFERENCE

কেন্দ্রের মতো মমতার সরকারও ঠকাচ্ছে কৃষকদের, প্রেস বিবৃতিতে কৃষক নেতৃবৃন্দ

রাজ্য জেলা

AIKSCC WEST BENGAL FARMER RALLY

কৃষক আন্দোলনের চাপে সাময়িকভাবে কেন্দ্র সরকার পিছু হঠলেও দেশের অন্নদাতাদের অধিকাংশ দাবিগুলি এখনো মানা হয়নি। কেন্দ্রীয় সরকারের মতো এরাজ্যের সরকারও কৃষকদের দাবি নিয়ে নীরব।  এরই প্রতিবাদে সাধারণতন্ত্র দিবসের দিনে কৃষক ঐক্য দিবস পালনের ডাক দেওয়া হয়েছিল দেশ জুড়ে। সেই আহ্বানে সাড়া দিয়ে  পশ্চিমবঙ্গ জুড়ে ট্রাক্টর মিছিল করলেন  কৃষকরা।  এক প্রেস বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছেন সংযুক্ত কিষান মোর্চার পশ্চিমবঙ্গ শাখা।

প্রেস বিবৃতিতে সংযুক্ত কিষান মোর্চার  তরফে বলা হয়েছে, দ্বিতীয় পর্বে পা রেখেছে সংগঠিত কৃষক আন্দোলন। কৃষক নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের মতো  এ রাজ্যের তৃণমূল সরকারও এমএসপির প্রশ্নে সদর্থক ভূমিকা নিচ্ছে না। মমতা ব্যানার্জির কাছে এমএসপি আইন সংক্রান্ত একটি খসড়া বিল পাঠানো হয়েছিল। মমতা ব্যানার্জি নিজেকে কৃষক দরদী হিসেবে তুলে ধরলেও সেই বিলটি বিধানসভায় পেশ করা হয়নি। কৃষক নেতৃবৃন্দের দাবি, রাজ্য বিধানসভার আগামী অধিবেশনে সেই বিলটি পেশ করা হোক। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের কৃষকরা সরকারের কাছে তাই প্রত্যাশা করে।

সংযুক্ত কিষান মোর্চা সূত্রে খবর, বৃহস্পতিবার বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় জাতীয় পতাকা হাতে ট্রাক্টর এবং বাইক মিছিল করেছেন কৃষকরা।

প্রেস বিবৃতিতে আরো বলা হয়,  সাধারণতন্ত্র দিবসের দিনটি  ভারতীয় কৃষক আন্দোলনের কাছে এক স্মরণীয় দিন। ২০২১ সালের এই দিনে দিল্লিতে কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তার দাবিতে আন্দোলন সংগঠিত করেছিলেন। কেন্দ্র সরকার কৃষকদের মধ্যে বিভাজন আনার চেষ্টা করে। কিন্তু সেই অপচেষ্টা রুখে কৃষকরা কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছে কর্পোরেট স্বার্থবাহি নয়া কৃষি আইন স্থগিত রাখতে। আন্দোলনের চাপে সাময়িক পিছু হোটলেও কৃষকদের বাকি দাবিগুলি পূরণ করেনি কেন্দ্র।

প্রেস বিবৃতিতে কৃষক নেতৃবৃন্দ  জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছরেও কৃষক নিজের ফসলের ন্যায্য মূল্য পায়না। ঋণগ্রস্ত কৃষক বাধ্য হয় আত্মহত্যা করতে। তাই কৃষকদের বেঁচে থাকার দাবিগুলিকে সামনে রেখে এরাজ্যেও পালিত হয়েছে কৃষক ঐক্য দিবস।

Comments :0

Login to leave a comment