Hemanta Biswa Sharma

আসামের সব মাদ্রাসা তুলে দেবে সরকার : হেমন্ত বিশ্বশর্মা

জাতীয়

আসামের সমস্ত মাদ্রাসা তুলে দেবে সেই রাজ্যের বিজেপি সরকার। কর্ণাটকের একটি জনসভায় এমনই মন্তব্য করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। পরিসংখ্যান অনুযায়ী আসামে তিন হাজার মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ৬০০ টি মাদ্রাসা ইতিমধ্যে তুলে দিয়েছে বিশ্বশর্মার সরকার। 

বিশ্বশর্মা মন্তব্য করেছেন যে, ‘‘মাদ্রাসার দরকার নেই, আমাদের দরকার ডাক্তার, ইজ্ঞিনিয়র।’’ তিনি আরও বলেন, ‘নতুন ভারতের’ প্রয়োজন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাদ্রাসার নয়।

 

উল্লেখ্য আসামের মুখ্যমন্ত্রী যখন দাবি করছেন দেশের প্রয়োজন স্কুল কলেজের তখন কেন্দ্রীয় সরকার নয়া শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রকে বেসরকারি সংস্থা গুলির হাতে তুলে দিচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। 

২০২০ সালে আসাম সরকার বিধানসভায় নতুন একটি আইন পাশ করিয়ে সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসা গুলোকে সাধারণ সরকারি স্কুলে রূপান্তরিত করে। 

মাদ্রাসায় সাধারণত সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা লেখা পড়া শেখে। সাধারণ পাঠ্যক্রমের থেকে মাদ্রাসার পাঠ্যক্রম কিছুটা আলাদা থাকে। মাদ্রাসা তুলে দিতে বা মাদ্রাসা নিয়ে একাধিক বার বিরুপ মন্তব্য করতে দেখা গিয়েছে বিজেপি নেতা মন্ত্রীদের। এবার সরাসরি মাদ্রাসা তুলে দেওয়ার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।   

Comments :0

Login to leave a comment