নৈহাটিতে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় বারাকপুরের নতুন কমিশনার করা হয়েছে অজয় ঠাকুরকে। অজয় কুমার ঠাকুর এতদিন কারা বিভাগের ডিআইজি ছিলেন। অলোক রাজোরিয়াকে ডিআইজি ট্রাফিক পদে স্থানান্তরিত করা হয়েছে। ওই পদে ছিলেন রাজনারায়ণ মুখার্জি। তাঁকে সিও, এসএপি, সেকেন্ড ব্যাটালিয়ানের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি তরফে এই নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিষয়টিকেই রুটিন বদলি বলে উল্লেখ করা হয়েছে প্রশাসনের তরফে। তবে ওয়াকিবহালের মতে রুটিন বদলি নয় নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায় অলোক রাজোরিয়াকে অপসারিত করা হয়েছে। বর্তমান বারাকপুরের সঙ্গে গোটা রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে সেই কারণে এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
২০২২ সালে অজয় কুমার ঠাকুরকে সরিয়ে বারাকপুরের পুলিশ কমিশনার পদে আনা হয় অলোক রাজোরিয়াকে। শুক্রবার তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ২৪ ঘন্টার মধ্যেই অলোক রাজোরিয়াকে অপসারিত করে তাঁর জায়গায় আনা হল অজয় কুমার ঠাকুরকে।
উল্লেখ্য; গত ২জানুয়ারি মালদহের ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলার দুলাল সরকার খুন হয়। অভিযোগ ওঠে তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় মূল চক্রী হিসাবে গ্রেপ্তার করা হয় তৃণমূলেরই নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর ঘনিষ্ট স্বপন শর্মাকে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। মালদার ঘটনার পর এক মাসও কাটেনি ফের প্রকাশ্যে গুলি করে খুনে ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন সিপিআই(এম)। মহম্মদ সেলিম সেলিম এদিন বলেন, ‘‘পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা শাসক দলের দালালি করা নয়।’’
barrackpore Police Commissioner
বারাকপুরের পুলিশ কমিশনার বদল
×
Comments :0