Salim

তৃণমূল বিজেপির ওপর তলায় কোন ভাগা ভাগি নেই : সেলিম

রাজ্য জেলা

বেলডাঙায় শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘‘বেলডাঙায় এখন যারা গ্রেপ্তার হলো তা নিয়ে বিজেপি তৃণমূলে বিভাজনের রাজনীতি করছে। ওই এলাকায় মানুষের মধ্যে যাতে সম্প্রীতি থাকে তার বেলডাঙার মানুষের কাছে যাবো। কিন্তু এই সময় কালে পার্টি কর্মীরা এলাকার মানুষের সাথে যোগাযোগ রেখেছেন, শান্তি যাতে বজায় থাকে।’’ 
অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে থেকে ভারতে কি ভাবে প্রবেশ করছে তা দেখতে হবে কেন্দ্রীয় সরকারকে। গরু পাচারের মতো কি মানুষ পাচার হচ্ছে? স্বরাষ্ট্রদপ্তরকে তা খুঁজে বার করতে হবে। সেলিম বলেন, ‘এদেশেও বাংলাদেশি নাম করে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। এবাংলার মানুষকে পূর্ব ভারত বা পশ্চিম ভারতে যে ভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে তা আটকাতে হবে। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ এবং ভারতে সংখ্যালঘুদের প্রসঙ্গ টেনে এদিন সেলিম বলেন, ‘‘আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক। এদেশেও সংখ্যালঘুদের বিনা অপরাধে আটকে রাখা হচ্ছে। কেন ওমার খালিদকে আটকে রাখা হয়েছে? আমাদের এখানে স্ট্যান স্বামী, ভার ভারা রাওকে জেলে আটকে রেখে মারা হয়েছে। সব অপরাধের বিচার চাই।’’
পাসপোর্ট দুর্নীতিতে নাম জড়িয়েছে পুলিশের। এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘‘আইন অনুযায়ী পাসপোর্ট দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু ভেরিফিকেশন করে পুলিশ, যা রাজ্য সরকারের অধীনে। প্রথম থেকেই দাবি করে আসা হয়েছে পুলিশ এই ক্ষেত্রে দুর্নীতি করছে।’’
অনুপ্রবেশ নিয়ে বিজেপি এবং তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলছে। সেলিম বলেন, ‘‘প্রতিটা অপরাধে দুজন দুজনকে গাল দিচ্ছে, কিন্তু ওপর মহলে একে অপরের সাথে লেন দেন আছে। আর জি কর কাণ্ডে দেখা যাচ্ছে কি ভাবে ওপর তলার মধ্যে বোঝা পড়া। তৃণমূলের সাংসদরা সাহস থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে বলুন।’’
তিনি স্পষ্ট বলেন, নিজেদের সুবিধার জন্য দুই দল হিন্দু মুসলিমে ভাগ করে। কিন্তু ওপর মহলে ওদের কোন ভাগা ভাগি নেই।
জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, আগামী ২৫,২৬ এবং ২৭ জানুয়ারি রঘুনাথগঞ্জে হবে জেলা সম্মেলন। প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন বলে তিনি জানিয়েছেন। তার কথায় জেলায় শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে তা নিয়ে বিভিন্ন এরিয়া কমিটির সম্মেলনে আলোচনা হয়েছে। 
জেলা সম্মেলনের লোগো এদিন প্রকাশ করেন মহম্মদ সেলিম।

Comments :0

Login to leave a comment