আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বনগাঁ ব্লকের হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে মুটিয়া মজদুর ইউনিয়নের সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়। প্রায় একশো মুটিয়া মজদুর উপস্থিত ছিলেন।বিগ্রেড সমাবেশকে সফল করার জন্য সর্বত্র শ্রমজীবী, কৃষিজীবী, খেতজুরদের মধ্যে দাবি নিয়ে প্রচার সংগঠিত হবে পদযাত্রাও অনুষ্ঠিত হবে। সর্বত্র দাবি নিয়ে মাইক প্রচার অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখেন মুটিয়া মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক ধৃতিমান পাল, জেলা কমিটির সদস্য সুমিত কর, গোবিন্দ মন্ডল, উক্ত ইউনিটের পক্ষে বাপি সিকদার। সভাপতি ছিলেন অমিত তরফদার।
এদিন ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে মিছিল হয় পুর্ব মেদিনীপুরের খেজুরীতে। শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তি সংগঠন গুলির নিজস্ব দাবির ভিত্তিতে ও শ্রমজীবী সাধারণ মানুষের হকের দাবি, মজুরি বৃদ্ধি, ফসলের ন্যায্য মূল্য, ১০০ দিনের কাজ পুনরায় শুরু এবং ২০০ দিনে করার দাবী, বকেয়া ১০০ দিনের টাকা, গরিব বস্তিবাসীদের বসতবাড়ি নির্মাণ, সমকাজে সমবেতন, অগ্নি মূল্য বাজার দর কমানোর দাবি ওঠে মিছিলে। বিভিন্ন দাবি সহ বিজেপি এবং তৃণমূলের ধর্মীয় বিভাজন কে ছুঁড়ে ফেলার ডাক দিয়ে আগামী ২০শে এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানান হয়।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১ ব্লকের কামারদা ভূইয়া মোড় থেকে কলাগাছিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল হয়। মিছিলে অংশগ্রহণ করেন গণ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃত্ব সুব্রত পন্ডা, হিমাংশু দাস, বিষ্ণু হরি মান্না, প্রতিমা মন্ডল,রত্নেশ্বর দোলুই, জাকির হোসেন মল্লিক, প্রদীপ মন্ডল, শীর্ষেন্দু দাস, গোকুল ঘোড়াই, সুব্রত ঢালী সহ অন্যান্য নেতৃত্ব।
Brigade Rally
ব্রিগেড সমাবেশের ডাকে মিছিল বনগাঁ ও খেজুরিতে

×
Comments :0